আত্মঘাতী হামলার জন্য ঢাকায় এসেছিল ৫ জঙ্গি

আত্মঘাতী হামলার জন্য ঢাকায় এসেছিল ৫ জঙ্গি

রাজধানীর টেকনিক্যাল মোড় থেকে আটক পাঁচ জঙ্গি সদস্য আত্মঘাতী হামলার জন্য ঢাকায় এসেছিল বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

আত্মঘাতী হামলার জন্য ঢাকায় এসেছিল ৫ জঙ্গি

শুক্রবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে তিনি এ তথ্য জানান।

 

মনিরুল ইসলাম বলেন, “এরা জঙ্গি সংগঠন ‘নিউ জেএমবি’ এর সদস্য। সাম্প্রতিক সব বড় জঙ্গি হামলার পেছনে এ সংগঠন জড়িত ছিল বলে আমরা মনে করছি। গতরাতে আটক পাঁচ জঙ্গিও সুইসাইডাল অ্যাটেমপ্টের জন্য ঢাকা এসেছিল বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি।”

 

উল্লেখ্য, নিউ জেএমবিকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআ`তুল মুজাহিদীনের (জেএমবি) ভগ্নাংশ বলে গণ্য করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

 

এর আগে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, ‘তামিম-জিয়া ছাড়াও জঙ্গিদের আরো মাস্টারমাইন্ড আছে। তারা গোয়েন্দা নজরদারিতে আছেন। দ্রুত তাদের আটক করা হবে।’

 

মন্ত্রীর এ বক্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে পাঁচ জঙ্গিকে আটক করল কাউন্টার টেররিজম ইউনিট।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment