সুর পাল্টালেন ডোনাল্ড ট্রাম্প

সুর পাল্টালেন ডোনাল্ড ট্রাম্প

দু’দিনের মধ্যে প্রায় একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার ফ্লোরিডায় এক প্রচার সভায় প্রেসিডেন্ট বারাক ওবামাকে আইএসের প্রতিষ্ঠাতা বলে তোপ দেখেছিলেন এ বারের রিপাবলিকান পদপ্রার্থী। বিষয়টি নিয়ে তার পর থেকেই হইচই শুরু হয়েছে। সেই আঁচটা টের পেতে দু’দিন সময় নিলেন নিউ ইয়র্কের এই ধনকুবের।

সুর পাল্টালেন ডোনাল্ড ট্রাম্প

গত কাল টুইটারে ট্রাম্প লেখেন, ‘‘আমি তো ওটা মজা করে বলেছিলাম। সংবাদমাধ্যমই বিষয়টা নিয়ে এত বাড়াবাড়ি করছে। ওরা মজাটাই বোঝে না।’’ সমালোচকেরা অবশ্য বলছেন, নিজের ভুলটা বুঝতে পেরেই গোটা বিষয়টি থেকে দায় এড়াতে চেয়েছেন ট্রাম্প। আসলে পর পর কয়েকটি সভায় একের পর এক বিতর্কিত মন্তব্য করে গত কয়েক দিনে জনপ্রিয়তার নিরিখে ডেমোক্র্যাট পদপ্রার্থী হিলারি ক্লিন্টনের থেকে বেশ খানিকটা পিছিয়ে পড়েছেন ট্রাম্প।

13319705_887717598005898_3066462706435228240_n

বিতর্ক এড়াতে ট্রাম্প যতই মজা করার তত্ত্ব খাড়া করুন না কেন, তাঁর এই মন্তব্যকে এ বার অস্ত্র বানিয়েছে লেবাননের জঙ্গি সংগঠন হিজবুল্লাহ। তাদের নেতা হাসান নাসরাল্লাহ জানিয়েছে, এক জন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী যখন ওবামাকে আইএসের প্রতিষ্ঠাতা বলে তোপ দাগছেন, তখন নিশ্চয়ই কোনও তথ্য প্রমাণ হাতে নিয়েই তিনি কথাগুলো বলছেন।

Brand Bazaar

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment