বগুড়ার বনানী লিচুতলা এলাকায় আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিপিসির ডিপো প্রাঙ্গণে সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আগুন নেভায়।
এ ঘটনায় পদ্মা ওয়েল কোম্পানির গ্যাস ভর্তি প্রায় ৩০০ সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পুড়ে গেছে। এছাড়া সিলিন্ডার বহন কাজে ব্যবহৃত তিনটি ট্রাক ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় মিলন নামের এক শ্রমিক আহত হয়েছেন। তিনি বগুড়ার মহাজন আলী হাসপাতাল ভর্তি আছেন।
জানা গেছে, সিলেট গ্যাস ডিপো থেকে তিনটি ট্রাকে করে ৮৭৮টি গ্যাসভর্তি সিলিন্ডার বগুড়ার বিপি সির ডিপোতে আসে। দুটি ট্রাকে ছিল মেঘনা পেট্রোলিয়ামের ৫০০টি সিলিন্ডার, যা ট্রাক থেকে নামানো হয়েছিল। আরেকটি ট্রাকে পদ্মা ওয়েলের ৩৭৮টি সিলিন্ডার ছিল, যা নামানোর সময় দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী অন্তত দুজনের ভাষ্য, শ্রমিকেরা ট্রাক থেকে সিলিন্ডার নামানোর সময় দুটি সিলিন্ডারের ঘষায় আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে বিকট শব্দে একের পর এক সিলিন্ডারে আগুন ছড়িয়ে পড়ে। ওই ট্রাক ও সামনে থাকা অপর দুটি ট্রাক আগুনে পুড়ে যায়।