রিমান্ড শেষে তাহমিদ হাসিব কারাগারে

রিমান্ড শেষে তাহমিদ হাসিব কারাগারে

13925320_931062833671374_2150733992390824802_n

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় গ্রেপ্তার তাহমিদ হাসিবকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকার মহানগর হাকিম দেলোয়ার হোসেন এই আদেশ দেন।

রিমান্ড শেষে তাহমিদ হাসিব কারাগারে

ছয় দিনের রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করেন গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক হুমায়ুন কবীর।

হলি আর্টিজানে হামলার মামলায় ১৩ আগস্ট নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত করিমের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই দিন কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা হয়। রাতভর জিম্মি সংকটের পর ২ জুলাই সকালে সেনা কমান্ডোরা অভিযান চালিয়ে হলি আর্টিজান থেকে ১৩ জনকে উদ্ধার করেন। তাঁদের মধ্যে আটজনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে হাসনাত করিম ও তাহমিদ ছাড়া অন্যদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। ৩ আগস্ট পুলিশ তাঁদের গ্রেপ্তারের কথা জানায়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment