অভিজিৎ​ রায়ের সন্দেহভাজন ৬ খুনির ভিডিও প্রকাশ

অভিজিৎ​ রায়ের সন্দেহভাজন ৬ খুনির ভিডিও প্রকাশ

13925320_931062833671374_2150733992390824802_n

ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের সন্দেহভাজন ছয় খুনির ভিডিও প্রকাশ করা হয়েছে। রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এই ছয়জনের ভিডিও ফুটেজ প্রকাশ করে।

ডিএমপির মিডিয়া সেন্টারের উপকমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মাসুদুর রহমান জানান, মোট সাতটি ভিডিও ফুটেজ থেকে ছয়জনকে সন্দেহভাজন খুনি হিসেবে পুলিশ চিহ্নিত করা হয়েছে। তবে এদের নাম–পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ডিএমপির ফেসবুক পেজে প্রকাশিত ওই ভিডিও ফুটেজগুলোর সঙ্গে উল্লেখ করা হয়, ভিডিওতে প্রদর্শিত ব্যক্তিরা অভিজিৎ হত্যাকাণ্ডের সন্দেহভাজন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের গ্রেফতারে সম্মানিত নগরবাসীর সহায়তা কামনা করছে।

অভিজিৎ রায়ের সন্দেহভাজন ৬ খুনির ভিডিও প্রকাশ

এতে আরও বলা হয়,  তাদের সম্পর্কে কোন তথ্য বা পরিচয় জানা থাকলে ডিএমপির অফিসিয়াল ফেসবুক পেজের মেসেজ ইনবক্সে অথবা হ্যালো সিটি আপ্যসে জানানোর জন্য জন্য অনুরোধ করা হলো।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপকমিশনার মাশরুকুর রহমান খালেদ জানান, ছয়জনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম শরিফুল। বাকিদের পরিচয় শিগগিরই খোলাসা করা হবে।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় খুন হন অভিজিৎ রায়। এ সময় তার স্ত্রী রাফিদা আহমেদ আহত হন।

অভিজিৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক অজয় রায়ের ছেলে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment