জবিতে কাল থেকে ২ দিনের ধর্মঘট

জবিতে কাল থেকে ২ দিনের ধর্মঘট

13925320_931062833671374_2150733992390824802_n

কারাগারের জায়গায় হলের দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয়ে স্মারকলিপি প্রদানের পদযাত্রায় পুলিশি বাধার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার ও পরের দিন বুধবার ধর্মঘট আহ্বান করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ক্যাস্পাস থেকে শিক্ষার্থীরা আবাসিক সংকট নিরসন ও পুরনো কারাগার বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদানের জন্য পদযাত্রা শুরু করে।

জবিতে কাল থেকে ২ দিনের ধর্মঘট

শিক্ষার্থীরা স্মারকলিপি নিয়ে বংশাল ট্রাফিক সিগন্যালে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়।

এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও জলকামান থেকে পানি ছুড়ে। এতে অন্তত ৩৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে ২৩ ও ২৪ আগস্ট ক্যাম্পাসে ধর্মঘট আহ্বান করেন শিক্ষার্থীরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা পুরান ঢাকার নয়াবাজার এলকায় অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। এতে ওই এলাকার সবগুলো রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এর প্রভাব পড়েছে পুরো নগরীতেই।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment