জিওনি এস৬এস উন্মুক্ত

জিওনি এস৬এস উন্মুক্ত

13319705_887717598005898_3066462706435228240_n

চীনের স্মার্টফোন ব্র্যান্ড জিওনি ভারতের বাজারে উন্মুক্ত করেছে মধ্যম বাজেটের নতুন স্মার্টফোন। জিওনি এস৬এস মডেলের এই স্মার্টফোন রেডমি নোট ৩ অথবা লেনোভো ভাইব কে৫ নোট এর মতো ডিভাইসগুলোর সমমানের হলেও দামের ক্ষেত্রে বেশ পার্থক্য রয়েছে।

এস৬এজে রয়েছে ১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৫ ইঞ্চির ডিসপ্লে। সামনে ফ্ল্যাশসহ ৮ মেগাপিক্সেল ও পিছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।

Gionee-S6s-TechShohor

এছাড়া রয়েছে মিডিয়াটেক এমটি৬৭৫৩ প্রসেসর, ৩ গিগাবাইট র‍্যাম, ৩২ গিগাবাইট মেমরি, ফিঙ্গারপ্রিন্ট সেন্স, ভোএলটিই, ৩১৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৬.০।

দেশটিতে জিওনির পরিবেশকসহ ই-কমার্স প্লাটফর্ম অ্যামাজনে পাওয়া যাচ্ছে জিওনি এস৬এস। দাম নির্ধারণ করা হয়েছে ২৬৭ ডলার (১৭,৯৯৯ রুপি)।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment