মোবাইল কেড়ে নিল এই তরুণীর জীবন!

মোবাইল কেড়ে নিল এই তরুণীর জীবন!

রেললাইনে উঠে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় শান্তনা বসাক নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

শান্তনা সিরাজগঞ্জের তাড়াশ থানার মাধইনগর গ্রামের নরেন্দ্রনাথ বসাকের মেয়ে। তিনি বেগম রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

মোবাইল কেড়ে নিল এই তরুণীর জীবন!

জানা গেছে, বিকেলে শান্তনা বসাক বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পাশের রেললাইনের ওপর হেঁটে হেঁটে মুঠোফোনে কথা বলছিলেন। তাঁর কানে হেডফোন লাগানো ছিল। চারুকলার গেটে দায়িত্বরত পুলিশ সদস্যরা বেশ কয়েকবার তাঁকে রেললাইন থেকে সরে যাওয়ার ইঙ্গিত করলেও তিনি তা শুনতে পাননি।

বিকেল সোয়া ৪টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেট অতিক্রম করছিল। এ সময়ও শান্তনা বসাক রেললাইনের ওপরে থেকেই ফোনে কথা বলছিলেন। ট্রেনের পরিচালক বারবার হর্ন বাজালেও শান্তনা শুনতে পাননি। একপর্যায়ে ট্রেনের ধাক্কায় শান্তনা গুরুতর আহত হন। আহত অবস্থায় শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তিনি মারা যান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment