বগুড়ায় পুলিশের সাথে ‘বন্দুক যুদ্ধে’ ২ জেএমবি সদস্য নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও গ্রেনেড তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি জেএমবির উত্তরাঞ্চলের সামরিক শাখার কমান্ডার খালেদ হাসান ওরফে বদর মামা (৩০)। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হামিদপুর গ্রামে। বাবার নাম মো. এনামুল হক। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৯ বছর।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, জেএমবির সদস্যরা বিশালপুর ইউনিয়ন এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেএমবির সদস্যরা গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে দুজন জঙ্গি আহত হন। অভিযান চলাকালে আরও কয়েকজন জেএমবি সদস্য ছিলেন। তাঁরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, চারটি গুলি ও গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বগুড়া সহকারী পুলিশ সুপার গাজীউর রহমান বলেন, নিহত জঙ্গি খালেদ হাসান দিনাজপুরে দুই মন্দিরে হামলা ও ইতালীয় নাগরিককে হত্যাচেষ্টা মামলার আসামি।