সানি লিওন। ছিলেন পর্নস্টার। এখন পুরো দস্তুর একজন অভিনেত্রী। বলিউডের সিনেমায় দিন দিন তার কদর বেড়েই চলেছে। এরই মধ্যে বেশকিছু সিনেমা করেছেন বলিউডে। যদিও তেমন ব্যবসাসফল সিনেমা উপহার দিতে পারেননি। তবে সেই চেষ্টার ত্রুটি করছেন না সানি। সিনেমায় ভালো করতে না পারলেও আইটেম গানে কিন্তু এরইমধ্যে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তার সবগুলো আইটেম গানই হিট।
তার আইটেম গানে মুগ্ধ হয়ে শাহরুখ খানও সানির সঙ্গে কোমর দুলিয়েছেন। পর্ন দুনিয়া থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসা সানি জানালেন টাকার মূল্য কতো। খুব কাছ থেকে টাকার জন্য তার বাবা-মাকে সংগ্রাম করতে দেখেছেন সানি।
তাই তো সানি জানালেন, টাকাই সব। টাকা আয় করা শেখার পর থেকে তিনি কখনও টাকা অপচয় করেননি। তিনি বিশ্বাস করেন, টাকা এমন একটা জিনিস যা সমস্ত পৃথিবীটা তার কাছে এনে দিতে পারে।
সানি বলেন, বাবা-মাকে খুব কাছ থেকে স্ট্রাগল করতে দেখেছি। তাই রোজগার করতে শিখে কখনও বাজেভাবে টাকা নষ্ট করিনি।