নিহতদের ২ লাখ এবং আহতদের ১ লাখ টাকা করে দিবে সরকার

নিহতদের ২ লাখ এবং আহতদের ১ লাখ টাকা করে দিবে সরকার

গাজীপুর জেলার টঙ্গীর বিসিক শিল্প নগরী এলাকায় ট্যাম্পাকো পুটিং লিমিটেড নামক পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় নিহতদের ২ লাখ এবং আহতদের ১ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

শনিবারের এ দূর্ঘটনায় ২২ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে অর্ধশতাধিক। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। জানা গেছে কারখানাটিতে প্রতি শিফটে ৩০০ শ্রমিক কাজ করতো।

নিহতদের ২ লাখ এবং আহতদের ১ লাখ টাকা করে দিবে সরকার

অপরদিকে, নিহত প্রত্যেকের পরিবারকে লাশ দাফনের জন্য ২০ হাজার টাকা অনুদানের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। শনিবার দুপুরে জেলা প্রশাসক এসএম আলম এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ দাফনের জন্য প্রত্যেকের পরিবারকে ২০ হাজার এবং আহতদের ১০ হাজার টাকা করে দেয়া হবে।’

এদিকে দূর্ঘটার কারন অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর জেলা প্রশাসন।১৫ কার্যদিবসের মধ্যে এর তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment