মধ্যবর্তী রসিকতার প্রয়োজন নেই : সেতুমন্ত্রী

মধ্যবর্তী রসিকতার প্রয়োজন নেই : সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। মধ্যবর্তী নির্বাচনের নামে মধ্যবর্তী রসিকতার কোনো প্রয়োজন নেই।

আজ সোমবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টোল প্লাজায় ‘অনলাইন ওয়েব বেইজড ওয়েয়িং স্কেল সিস্টেম’ উদ্বোধন শেষে  সেতুমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, এরশাদের আগেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। তবে বর্তমান সরকারের ওপর মধ্যবর্তী নির্বাচনে বাস্তবসম্মত কারণ বা তাগিদ এই মুহূর্তে নেই।

দলের সম্মেলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আধুনিক টেকনোলজি এবং ঐতিহ্যের সঙ্গে সমন্বয় রেখে আগামীতে আওয়ামী লীগের কমিটি গঠন করা হবে। যা ২০২১ থেকে ২০৪১ সাল পর্যন্ত বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment