শীত এলে গরম কাপড় পরে স্বাভাবিক জীবনযাপনে তেমন কোনো কষ্ট সহ্য করতে হয় না আমাদের। বরং শীতের পিঠা খাওয়া-ঘুরতে যাওয়া সব মিলিয়ে বেশ উপভোগ্য হয়ে ওঠে ঋতুটি। কিন্তু শীতে কিছু মানুষ যারা শহরের রাস্তায় পড়ে রয়। যাদের মাথার ওপরের ছাদ পারে না শীতকে আটকে রাখতে।
আমরা তো জানি, শীত ঋতুটি বিশেষ করে দেশের উত্তর অংশে বসবাসকারী মানুষের জন্য খুবই কষ্টের। যথেষ্ট শীতবস্ত্রের অভাবে বাংলাদেশে তীব্র ঠাণ্ডা আবহাওয়া মোকবেলা না করতে পেরে শত শত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হন। প্রায় প্রতিবছরই বেশ কিছু লোক এই সময়ে মারাও যান।
শীর্তাত দরিদ্র সেই জনগণের পাশে শীতের পোশাক পৌঁছে দিতে গত কয়েক বছরই কাজ করছে নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব।
প্রতি বছরের মতো এবারও ক্লাবটি ৪ ডিসেম্বর থেকে অর্থ সংগ্রহ ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে। তরুণদের এই উদ্যোগের এবারের tagline- ‘Let’s make this winter warm for everyone’।
কর্মসূচী নিয়ে ক্লাবের সহ-সভাপতি (লজিস্টিক এবং অপারেশন)- সামিউল কবির রোকন বাংলানিউজকে বলেন, সংগ্রহীত টাকা দিয়ে আমরা কম্বল কিনে জয়পুরহাটে শীতার্তদের মাঝে বিতরণ করব।
ছাত্রদের এই মানবিক উদ্যোগে অংশ নিতে পারেন আপনিও। বিকাশ নম্বর 01913627157
ধামাকা অফার চলছে !BRAND BAZAAR এ LED / 3D/ Smart / 4K TV AC , 40- 65% ডিস্কাউন্ট !