শীতার্তদের পাশে এনএসইউ

শীত এলে গরম কাপড় পরে স্বাভাবিক জীবনযাপনে তেমন কোনো কষ্ট সহ্য করতে হয় না আমাদের। বরং শীতের পিঠা খাওয়া-ঘুরতে যাওয়া সব মিলিয়ে বেশ উপভোগ্য হয়ে ওঠে ঋতুটি।  কিন্তু শীতে কিছু মানুষ যারা শহরের রাস্তায় পড়ে রয়। যাদের মাথার ওপরের ছাদ পারে না শীতকে আটকে রাখতে। আমরা তো জানি, শীত ঋতুটি বিশেষ করে দেশের উত্তর অংশে বসবাসকারী মানুষের জন্য খুবই কষ্টের। যথেষ্ট শীতবস্ত্রের অভাবে বাংলাদেশে তীব্র ঠাণ্ডা আবহাওয়া মোকবেলা না করতে পেরে শত শত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হন। প্রায় প্রতিবছরই বেশ কিছু লোক এই সময়ে মারাও যান।…

বিস্তারিত