‘বড় ভাই’ শামীম ওসমানের শাড়ি উপহারে খুশি আইভী

https://www.youtube.com/watch?v=222FlnJiqao

22

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে নৌকার কারুকাজের দু’টি শাড়ি উপহার দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান। তার এ উপহার পেয়ে খুশি হয়ে আইভী বলেছেন, “শাড়ি পেয়েছি। এ উপহারের জন্য বড় ভাই শামীম ওসমানকে ধন্যবাদ।”

শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের একটি অনুষ্ঠানে শামীম ওসমানের পক্ষে এ দু’টি শাড়ি আইভীর হাতে তুলে দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। তখন আইভী শাড়ি দু’টি গ্রহণ করে ‘খুশি’ হয়েছেন বলে জানান।

শনিবার (১০ ডিসেম্বর) গণসংযোগেও আইভী সেই শাড়ি উপহারের বিষয়ে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তার খুশির কথা বলেন। তিনি বলেন, “বড় ভাই তার ছোট বোনকে শাড়ি দিতেই পারে।” যদিও এসময় তার গায়ে নৌকার কারুকাজখচিত কোনো শাড়ি দেখা যায়নি। তবে গত ২৪ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের সময় আইভীকে নৌকার কারুকাজের শাড়ি পরতে দেখা গেছে।

শুক্রবার বিকেলেই ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন ‘নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে’ সংবাদ সম্মেলন করার সময় আইভীর জন্য কেনা দু’টি শাড়ি সাংবাদিকদের দেখান শামীম ওসমান।

শাড়ি দু’টি ‘বিশ্বরঙ’ নামে একটি প্রসিদ্ধ ফ্যাশন হাউস থেকে কেনা হয়। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, ২০ দিন আগে শাড়ি দু’টির জন্য অর্ডার দেওয়া হয়। হাফ সিল্কের দু’টি শাড়ি তৈরিতে খরচ হয় ১০ হাজার টাকার মতো। সাধারণত এ ধরনের শাড়ি ২০-২৫ দিন আগে অর্ডার ছাড়া বানানো যায় না। শাড়িতে নৌকার প্রতীক বিভিন্ন রঙয়ের সুতোর কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছে।

ধামাকা অফার চলছে !BRAND BAZAAR এ LED / 3D/ Smart / 4K TV AC , 40- 65% ডিস্কাউন্ট !

1j55

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment