‘রইস’-এর ট্রেইলার দেখে শাহরুখের উপর চটলো শিয়ারা

সম্প্রতি প্রকাশিত ‘রইস’-এর ট্রেইলারেরে একটি দৃশ্যে দেখা গেছে ‍শিয়া সম্প্রদায়ের মহাররম-এর তাজিয়া মিছিলের উপর দিয়ে লাফ দিয়ে যাচ্ছেন শাহরুখ খান। এ সময় তার হাতে ধরা ছিলো ইসলামি পতাকা। এ দৃশ্যটির মাধ্যমে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকেই।

বলিউড লাইফ জানায়, শিয়া সম্প্রদাযের সম্মানিত নেতা ইমাম হাসানের কবরের উপর দিয়ে শাহরুখ এর এভাবে লাফিয়ে পড়ার দৃশ্যটিতে প্রতিবাদে সরব হয়েছে ভারতের শিয়া জনগোষ্ঠি।গাজীপুর গ্রামের বিক্ষুব্ধ এক শিয়া নাগরিক বলেন, “এ দৃশ্যের মধ্য দিয়ে আমাদের ধর্মীয় নেতা ইমাম হাসানকে অসম্মান করা হয়েছে। যদি সিনেমা থেকে এ দৃশ্যটি ফেলে দেয়া না হয় তবে আমরা দেশ জুড়ে বিক্ষোভ শুরু করবো।”66

শুধু ‘রইস’ নয়, ভবিষ্যতেও কোনো সিনেমাতে যাতে শিয়া গোষ্ঠিকে অসম্মান করে কোনো দৃশ্যধারণ না করা হয় সে বিষয়ে দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা।

এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি শাহরুখ খান কিংবা ‘রইস’ কলাকুশলীদের পক্ষ থেকে।

ধামাকা অফার চলছে !BRAND BAZAAR এ LED / 3D/ Smart / 4K TV AC , 40- 65% ডিস্কাউন্ট  !

আরও পন্য দেখতে ছবির উপরে ক্লিক করুন5j55

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment