ইয়াহুর ১০০ কোটি অ্যাকাউন্ট হ্যাকড ইয়াহুর ১০০ কোটি অ্যাকাউন্ট হ্যাকড

130নতুন করে প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহুর প্রায় ১০০ কোটি ব্যবহারকারীর তথ্য চুরি করেছে হ্যাকাররা।

২০১৩ সালে এই চুরির ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসি, দ্য গার্ডিয়ানের।

এক বিবৃতিতে ইয়াহু বলছে, সেপ্টেম্বরে যে ৫০ কোটি অ্যাকাউন্ট থেকে তথ্য চুরির ঘটনা তারা প্রকাশ করেছিল, এই হ্যাকিং তার থেকে ভিন্ন।

হ্যাকাররা গ্রাহকের নাম, ই-মেইল অ্যাড্রেস, জন্ম তারিখ, টেলিফোন নম্বর এবং পাসওয়ার্ড চুরি করেছে বলে জানানো হয়েছে।

তবে ইয়াহু বলছে, পেমেন্ট কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চুরি যায়নি।

চলতি বছরের সেপ্টেম্বরের শেষ দিকে ইয়াহু নিশ্চিত করে, হ্যাকাররা তাদের ৫০ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করেছে। কোনো রাষ্ট্রের মদদে এ কাজ হয়েছিল বলে প্রতিষ্ঠানটির ধারণা।

সে সময় একে প্রযুক্তির ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলার ঘটনা বরেল উল্লেখ করা হয়েছিল।

চলতি বছরের জুলাই মাসে মার্কিন টেলিকম প্রতিষ্ঠান ভেরাইজোন প্রায় ৫০০ কোটি ডলারে ইয়াহুকে কিনে নেয়।

ভেরাইজোন বলছে, হ্যাকিংয়ের ঘটনা তদন্তে প্রতিষ্ঠানটি পুলিশ এবং কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।

ধামাকা অফার চলছে !BRAND BAZAAR এ LED / 3D/ Smart / 4K TV AC , 40- 65% ডিস্কাউন্ট  !

আরও পন্য দেখতে ছবির উপরে ক্লিক করুন3d

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment