ব্রুনাইয়ে বিজয় দিবস উদযাপিত

154বিশ্বের বিভিন্ন দেশের মতো ব্রুনাইয়েও বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ব্রুনাইস্থ বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে স্থানীয় একটি হোটেলে বুধবার দিবসটি উদযাপন করা হয়।

বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোস্তফা রেজা আলীর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন- ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসাইন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ব্রুনাই বঙ্গবন্ধু পরিষদ নেতা নজরুল ইসলাম, মাহাবুবুর রহমান বকুল, বাহারুল আলম, হামিদুর রহমান, সাইদুর রহমান, সবুজ, জর্জ মিয়া, সাহিন মিয়া, ইব্রাহিম ও মিজানুর রহমানসহ প্রবাসী ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী নেতৃবৃন্দ।

আলোচনা শেষে কেক কেটে বিজয় উৎসব পালন করা হয়।
ধামাকা অফার চলছে !BRAND BAZAAR এ LED / 3D/ Smart / 4K TV AC , 40- 65% ডিস্কাউন্ট !
আরও পন্য দেখতে ছবির উপরে ক্লিক করুন
4k-1

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment