ছেলে দেখালেন সাইফ-কারিনা

178সম্প্রতি মা হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। সাইফ আলী খান ও কারিনা কাপুর দম্পতি তাদের ছেলের নাম রেখেছেন তৈমুর আলী খান পাতৌদি।

 

কারিনার মা হওয়ার খবরটি প্রকাশিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সাইফ-কারিনা পুত্রের ছবি। ছবিগুলোর মধ্যে কোনটি আসল এবং কোনটি নকল তা নিয়ে সংশয় ছিল। এবার সবাইকে ছেলে দেখালেন সাইফ-কারিনা।

 

এ অভিনেত্রীর মা হওয়ার খবরটি একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছিলেন সাইফ। এবার ছেলেকে নিয়ে সবার সামনে হাজির হলেন। ছেলেকে নিয়ে বাড়িতে ফিরেছেন এ দম্পতি। গতকাল তাদের বান্দ্রার বাড়িতে মিডিয়ার সামনে ছেলেকে এক ঝলক দেখালেন সাইফ-কারিনা। এ সময় হাসি মুখেই ছিলেন তারা।

এর আগে গত ২০ ডিসেম্বর পুত্রসন্তানের জন্ম দেন কারিনা। ২০০৭ সালে সাইফ-কারিনার সম্পর্কের শুরু। যদিও ২০০৯ সালের অক্টোবরে প্রকাশ্যে তাদের প্রেমের কথা জানান সাইফ। ২০১২ সালে বিয়ে করেন এ জুটি।

 

ধামাকা অফার চলছে !BRAND BAZAAR এ LED / 3D/ Smart / 4K TV AC , 40- 65% ডিস্কাউন্ট  !

আরও পন্য দেখতে ছবির উপরে ক্লিক করুন166

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment