অক্ষয়ের সিনেমার বিরুদ্ধে গেল ‘জুতো’-র নোটিস,

256অক্ষয় কুমারের ‘জলি এলএলবি ২’ ছবির মুক্তি আগামী বছর ফেব্রুয়ারিতে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ট্রেলার আর তার পরেই অক্ষয়ের বিরুদ্ধে গেল একটি আইনি নোটিস। বহু প্রতীক্ষিত ‘জলি এলএলবি ২’ মুক্তি পেতে চলেছে আগামী ১০ ফেব্রুয়ারি। অক্ষয় কুমারের এই নতুন ছবিটি নিয়ে বিপুল উৎসাহ রয়েছে। এই সিরিজের প্রথম ছবি, আরশাদ ওয়ারসি অভিনীত ‘জলি এলএলবি’ যখন মুক্তি পেয়েছিল ২০১৩ সালে, তখন প্রায় কোনও প্রচারই হয়নি ছবিটিকে ঘিরে। শুধু তাই নয়, বাণিজ্যিকভাবেও খুব একটা সাফল্য পায়নি এই ছবি। বরং বছরের সেরা ছবি হিসেবে রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার পরেই ছবি নিয়ে টনক নড়ে দর্শকদের। ১৯৯৯ সালে দিল্লির সঞ্জীব নন্দা হিট অ্যান্ড রান কেসের উপর ভিত্তি করেই নির্মিত হয়েছিল এই ছবি।

বাস্তবধর্মী মেজাজটি বজায় রেখেই তৈরি হয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘জলি এলএলবি ২’। ছবির সংলাপও চাঁছাছোলা এবং চরিত্রানুগ। কিন্তু সেইখানেই উঠেছে বিতর্ক। ছবির একটি সংলাপের ভিত্তিতে সম্প্রতি প্রযোজক সংস্থাকে আইনি নোটিস পাঠিয়েছে বিখ্যাত জুতো-নির্মাণ সংস্থা ‘বাটা’। কোম্পানির অভিযোগ, ছবির একটি সংলাপের ফলে ক্ষুণ্ণ হয়েছে ‘বাটা’-র ব্র্যান্ড ইমেজ। সেই সংলাপের সারমর্ম হল— ‘বাটা’ হল সমাজের নিম্নস্তরের মানুষদের ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডের জুতো যাঁরা পরেন, তাঁরা সমাজের উচ্চস্তরের মানুষজনদের কাছে হেয় বলে গণ্য হন।

ধামাকা অফার চলছে !BRAND BAZAAR এ LED / 3D/ Smart / 4K TV AC , 40- 65% ডিস্কাউন্ট  !

আরও পন্য দেখতে ছবির উপরে ক্লিক করুন3d

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment