‘থার্টি ফার্স্ট নাইটে হামলার পরিকল্পনা ছিল’

271পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম বলেছেন, ‘মিরপুর থেকে গ্রেপ্তার হওয়া জেএমবির সদস্যরা থার্টি ফার্স্ট নাইটে হামলার পরিকল্পনা করেছিল। তারা সংগঠনটির সক্রিয় সদস্য।’

 

বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন,  ‘গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রায় ৩০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পরে তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা থার্টি ফার্স্ট নাইটে নাশকতা চালানোর পরিকল্পনার কথা স্বীকার করেছে। পাঁচজনের মধ্যে রিয়াজ জেএমবির নেতা। অনেকদিন ধরে সে সংগঠনটির সঙ্গে জড়িত।’

 

সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, ‘এ পাঁচজনের ব্যাপারে আগে থেকেই তথ্য ছিল। পরে তাদের ব্যাপারে নিশ্চিত হয়েই গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে গোপন সংবাদে মিরপুরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।’

 

এর আগে মো. রিয়াজ ওরফে ইঞ্জিনিয়ার ওরফে রাকিব, মো. আবু বিন সাঈম ওরফে বাপ্পী ওরফে অপু, কাজী আব্দুল্লাহ আল ওসমান ওরফে আহসান, মো. সোহাগ ওরফে চেয়ারম্যান এবং মো. মামুন ওরফে হিমেলকে মিরপুর থেকে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ।

ধামাকা অফার চলছে !BRAND BAZAAR এ LED / 3D/ Smart / 4K TV AC , 40- 65% ডিস্কাউন্ট  !

আরও পন্য দেখতে ছবির উপরে ক্লিক করুন2

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment