জঙ্গিবাদ ছেড়ে শান্তির পথে ফিরে আসার আহ্বান

307জঙ্গিবাদ ও ভ্রান্ত পথ ছেড়ে শান্তির পথে আসার আহ্বান জানিয়ে রাজধানীর আশকোনায় শেষ হলো তিন দিনব্যাপী ইজতেমা। শুক্রবার জুমার নামাজ শেষে মিলাদ মাহফিল, কিয়াম ও লাখো মুসল্লির আমিন-আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় এ ইজতেমা।

আখেরি মোনাজাতে গুনাহ থেকে মুক্তি, দেশ-জাতি ও মুসলিম উম্মাহর সুখ শান্তির জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করা হয়। এ সময় আমিন ছুম্মা আমিন ধ্বনিতে মহান আল্লাহর আনুগত্যের এক অভুতপূর্ব হৃদয়গ্রাহী দৃশ্যের অবতারণা হয়।

জুমার নামাজের পূর্বে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ভ্রান্তপথ ও অসৎ পথ পরিহার করে মহান আল্লাহপাক ও তার নবী হযরত মোহাম্মদ (সা.) এর পথে ফিরে আসার আহ্বান জানানো হয়।

এর আগে গত ২৮ ডিসেম্বর (বুধবার) সকালে শুরু হয় এ দাওয়াতে ইসলামী তিন দিনব্যাপী এ ইজতিমা। আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য, দাওয়াতে ইসলামীর নিজস্ব নিরাপত্তা কর্মীর পাহারায় শান্তিপূর্ণভাবে তিন দিনব্যাপী এ ইজতেমা সম্পন্ন হয়েছে।

ধামাকা অফার চলছে !BRAND BAZAAR এ LED / 3D/ Smart / 4K TV AC , 40- 65% ডিস্কাউন্ট  !

আরও পন্য দেখতে ছবির উপরে ক্লিক করুন3d

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment