সায়েন্স ফিকশন ফেস্টিভাল শুরু

400সায়েন্স ফিকশন লেখক ও পাঠকদের নিয়ে দুই দিনব্যাপী সায়েন্স ফিকশন ফেস্টিভাল-২০১৭ শুরু হয়েছে। শুক্রবার রাজধানীর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এ উৎসব শুরু হয়।

এবারে ফেস্টিভালে রয়েছে বই মেলার আয়োজন। মেলায় বিভিন্ন প্রকাশনার বিজ্ঞান বিষয়ক বই কেনা যাবে ২৫ শতাংশ কমিশনে। উৎসবের সর্বোচ্চ সংখ্যক বই ক্রেতাকে দেয়া হবে বিশেষ পুরষ্কার।

এবারের ফেস্টিভালে গত দুই বছরের কাজের মূল্যায়ন করে পাঁচজনকে ক্রিয়েটিভ সদস্য সম্মাননা, সায়েন্স ফিকশন লেখক দীপু মাহমুদকে সায়েন্স ফিকশন সাহিত্য পুরস্কার-২০১৫ ও আসিফ চৌধুরীকে সায়েন্স ফিকশন ছোটগল্প লেখার জন্য পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির সভাপতি মোশতাক আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের  মেয়র আনিসুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ-লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল প্রমুখ।

উল্লেখ্য, সবার জন্য উন্মুক্ত এ ফেস্টিভাল চলবে শনিবার রাত ৮টা পর্যন্ত।

ধামাকা অফার চলছে !BRAND BAZAAR এ LED / 3D/ Smart / 4K TV AC , 40- 65% ডিস্কাউন্ট  !
আরও পন্য দেখতে ছবির উপরে ক্লিক করুন5j5500

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment