পুলিশের অভিযানে ৭ ঘন্টা পর অপহৃত শিশু উদ্ধার, আটক ৩

পুলিশের অভিযানে ৭ ঘন্টা পর অপহৃত শিশু উদ্ধার, আটক ৩

 

লোকজনের সামনে থেকেই শিশু অপহরণ, এরপর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি।

নিরাপত্তা বলয় থেকে চাঞ্চল্যকর এই অপহরণের গল্প রাজধানীর অভিজাত শপিং মল পুলিশ প্লাজা কনকর্ডে। এরপর রাতভর পুলিশ-অপহরণকারীদের ছোটাছুটি। শেষমেষ ভোররাতে কৌশলী অভিযানে ধরা পড়ে চক্রটি, উদ্ধার হয় অপহৃত শিশু। আটক করা হয় তিনজনকে। উদ্ধার অভিযানের সেই চিত্র উঠে এসেছে চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরায়। খোঁজাখুজি করেও ছেলেকে না পেয়ে খবর দেন নিরাপত্তা কর্মকর্তাদের। পরে শপিং মলের সিসিটিভি ফুটেজে স্পষ্ট হয় অপহরণ চিত্র। পুলিশের মার্কেট থেকে অপহরণে তৎপর হয় পুলিশ। রাত সাড়ে দশটার দিকে মোবাইল ফোনে বাবার কাছে দশ লাখ টাকা মুক্তিপন দাবি করা হয়।

ফোনের সূত্র ধরে অভিযান চালায় পুলিশ। অপহরণকারীদের কথা মতো টাকা নিয়ে রাজধানীর নাবিস্কো, সাতরাস্তা, বিজয় স্মরণী লিংক রোডে ছুটতে থাকেন বাবা। বিজয় স্মরণীর ফ্লাইওভার থেকে নিচে টাকার ব্যাগ ফেলা হয় অপহরণকারীদের। কিন্তু তাদের সাথে ছিলো না শিশু তাওসিফুর। সেখান থেকেই আটক করা হয় এক অপহরণকারীকে। তার দেয়া দেয়া তথ্য নিয়ে এবার রাজধানীর মধ্য কুনিপাড়ায় অভিযানে যায় পুলিশ। পরে ভোর রাত চারটার দিকে সেখানের একটি মেস থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। আটক করা হয় অপর দুই অপহরণকারীকেও। এ নিয়ে রাজধানীর গুলশান থানায় অপহরণের মামলা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment