নারায়ণগঞ্জ গাজীপুরে স্মার্টকার্ড বিতরণ চলতি মাসেই

নারায়ণগঞ্জ গাজীপুরে স্মার্টকার্ড বিতরণ চলতি মাসেই

চলতি মাসেই নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভারে স্মার্টকার্ড বিতরণ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জ গাজীপুরে স্মার্টকার্ড বিতরণ চলতি মাসেই

জানা গেছে, ২২ নভেম্বর সভারে বিতরণ শুরু হবে স্মার্টকার্ড। এছাড়া ২৬ নভেম্বর নারায়ণগঞ্জ ও ২৮ নভেম্বর গাজীপুর সিটি কর্পোরেশনের বাসিন্দাদের মাঝে উন্নত মানের এ জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হবে।
মহাপরিচালক জানান, ২২ নভেম্বর সভারে স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করবেন নির্বাচন কমিশনার কবিতা খানম। এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদা নারায়ণগঞ্জে এবং কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী গাজীপুর সিটি কর্পোরেশনে এ কার্যক্রম উদ্বোধন করবেন। ওইসব জায়গায় ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ উপস্থিত থাকবেন।জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যে কোনো তথ্য জানাতে একটি হেল্প ডেস্ক চালু করেছে এনআইডি উইং। যে কোনো নম্বর থেকে ১০৫ ডায়াল করে এ সংক্রান্ত তথ্য জানা যাবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment