পদ্মা সেতুতে বিশ্বের সর্বোচ্চ শক্তির হ্যামার

পদ্মা সেতুতে বিশ্বের সর্বোচ্চ শক্তির হ্যামার

 

Sony Bravia led tv

পদ্মা সেতুতে যোগ হয়েছে বিশ্বের সর্বোচ্চ শক্তি সম্পন্ন তিন হাজার ৫০০ কিলোজুল ক্ষমতার নতুন একটি হ্যামার। জার্মানি থেকে আনা হ্যামারটি শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জের মাওয়ায় এসে পৌঁছায়।

পদ্মা সেতুতে বিশ্বের সর্বোচ্চ শক্তির হ্যামার

নতুন আনা হ্যামারটি নিয়ে পদ্মা সেতু প্রকল্পে এখন হ্যামার সংখ্যা পাঁচটি। জার্মানির এমইএনসি’কে কোম্পানির এ হ্যামারটি এখন পর্যন্ত পদ্মা সেতুতে আনা সর্বোচ্চ ক্ষমতার হ্যামার। বর্তমানে এটি মাওয়া প্রান্তে ভাসমান বার্জের উপর রাখা হয়েছে। শীঘ্রই এটিকে কাজে লাগানো হবে।

এর আগের চারটির মধ্যে দুই হাজার ও তিন হাজার কিলোজুল ক্ষমতার দুটি হ্যামার বেশ কয়েক মাস ধরেই নষ্ট হয়ে আছে। কাজ চলছে ১৯০০ এবং ২৪০০ কিলোজুলের হ্যামার দিয়ে। নতুন হ্যামারটি যোগ দেয়ার ফলে সেতুর পাইল ড্রাইভিংয়ের কাজে গতি আসবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment