‘নদ-নদী রক্ষায় আপোশ নাই’

নদ-নদী রক্ষায় আপোশ নাই’

অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বুড়িগঙ্গাসহ সব নদ-নদী রক্ষায় আপোশ নাই। দখলদার যত প্রভাবশালীই হোক না কেন কারো সঙ্গেই এ ব্যাপারে আপোশ করা হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না।

নদ-নদী রক্ষায় আপোশ নাই’

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নদীদূষণ রোধ ও নাব্যতা বৃদ্ধিসংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে নৌমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, আদি বুড়িগঙ্গাসহ রাজধানীর চারপাশের নদ-নদী রক্ষায় নদীর তীরে ২৮০ কিলোমিটার হাঁটারাস্তা নির্মাণ করা হবে।

মন্ত্রী বলেন, ঢাকাকে ঘিরে থাকা নদীগুলোর পূর্ণ জরিপ শেষ করে নদীর সীমানা পিলার বসানো হচ্ছে। ইতোমধ্যে ঢাকার আশপাশে ৯৪৭৭টি সীমানা পিলার বসানো হয়েছে।

তিনি জানান, ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরের পর ধলেশ্বরী নদী দূষিত হচ্ছে, শিল্প মন্ত্রণালয়কে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment