বারী সিদ্দিকীর প্রথম জানাজা অনুষ্ঠিত

বারী সিদ্দিকীর প্রথম জানাজা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে সংগীতশিল্পী বারী সিদ্দিকীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বারী সিদ্দিকীর প্রথম জানাজা অনুষ্ঠিত

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১০টায়। এরপর মরদেহ নিয়ে নেত্রোকানার উদ্দেশে রওনা দেওয়া হবে। সেখানে নেত্রকোনা সরকারি কলেজ মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদআসর নেত্রকোনার কারলি গ্রামের বাউলবাড়িতে দাফন সম্পন্ন করা হবে।

এর আগে রাজধানীর স্কয়ার হাসপাতালে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার পর ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত কয়েকদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন বারী সিদ্দিকী।

পারিবারিক সূত্র জানায়, গত দুই বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন বারী সিদ্দিকী। গত বছর থেকে তিনি কিডনির ডায়ালাইসিস করে আসছিলেন। এ ছাড়া তার ডায়াবেটিসও ছিল। ১৭ নভেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর পরের দিন ১৮ নভেম্বর বারী সিদ্দিকীকে লাইফ সাপোর্টে নেন চিকিৎসকেরা।

বারী সিদ্দিকীর দুটি কিডনিই অকার্যকর হয়ে পড়ে বলে চিকিৎসকেরা জানান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment