মমতাজ বেগম এমপি’র বাবা অালহাজ্ব মধু বয়াতী স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মমতাজ বেগম এমপি'র বাবা অালহাজ্ব মধু বয়াতী স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

 

 

 

ফিরোজ হোসেনঃ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শেষ সীমান্তে অবস্থিত পার্শবর্তী মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের ৩২ নং চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে সিংগাইর উপজেলার বন্ধু সমাজ কল্যান সংস্থা অায়োজিত মানিকগঞ্জ- ২ অাসনের সংসদ সদস্য মমতাজ বেগম এমপি’র বাবা অালহাজ্ব মধু বয়াতী স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মমতাজ বেগম এমপি'র বাবা অালহাজ্ব মধু বয়াতী স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শুক্রবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত এ পরীক্ষা চলে। সিংগাইর উপজেলা ও পার্শ্ববর্তী ঢাকার নবাবগঞ্জ উপজেলার ২২ টি স্কুলের চলতি বছরের ৫র্ম শ্রেণীর পিএসসি পরীক্ষার্থীদের মাঝ থেকে মেধা তালিকা অনুযায়ী মোট ১৪০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এতে ছেলে ৫২ জন, এবং মেয়ে : ৮৮ জন অংশগ্রহণ করেন। এবং উক্ত অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের অাগামী ১০ ডিসেম্বর রেজাল্ট দেওয়া হবে। এবং এই ১৪০ জন ছাত্রছাত্রীদের মাঝে থেকে মেধা অনুযায়ী ২০ জনকে বৃত্তি প্রাপ্ত হিসেবে পুরস্কার দেওয়া হবে । তথ্য সূত্রে সংগঠনটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনের উদ্দেশ্য সমাজিক বিভিন্ন ধরনের উন্নয়ন কাজে অংশগ্রহণ করা এবং মাদক বিরোধী সভা সেমিনার করে যুব সমাজকে বুঝানো। এবং অসহায় দরিদ্রের পাশে দাড়ানোই তাদের কাজ। সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছে রাজু অাহম্মেদ। সভাপতি হিসেবে রয়েছে জাহিদ হাসান। সাধারন সম্পাদক বিদ্যুৎ মোল্লা সহ মোট একশত জনের উপরে সদস্য রয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment