মুরালির রেকর্ড ভাঙলেন দিলরুয়ান

মুরালির রেকর্ড ভাঙলেন দিলরুয়ান

মুরালির রেকর্ড ভাঙলেন দিলরুয়ান

সবচেয়ে দ্রততম শ্রীলঙ্কান বোলার হিসেবে টেস্টে ১০০ উইকেট নিয়েছেন দিলরুয়ান পেরেরা। এই অফ স্পিনার ভেঙেছেন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের রেকর্ড।

নামের পাশে ৯৯ উইকেট নিয়ে ভারতের বিপক্ষে দিল্লি টেস্ট শুরু করেছিলেন দিলরুয়ান। প্রথম দিনে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে সুরঙ্গা লাকমালের ক্যাচ বানিয়ে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেন ৩৫ বছর বয়সি স্পিনার।

মুরালির ১০০ উইকেট নিতে লেগেছিল ২৭ ম্যাচ। তার চেয়ে দুই ম্যাচ কম খেলেই পূর্বসূরিকে ছাড়িয়ে গেলেন দিলরুয়ান। ১০০ উইকেট নিতে রঙ্গনা হেরাথের লেগেছিল ২৯ ম্যাচ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment