অর্থমন্ত্রীর প্রতি ওয়ালটন গ্রুপের কৃতজ্ঞতা

ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশে ইলেক্ট্রনিক্স ও ইলেকট্রিক্যাল শিল্পের স্বপ্নদ্রষ্টা আলহাজ এসএম নজরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওয়ালটন গ্রুপ কর্তৃপক্ষ।

ওয়ালটন গ্রুপ এবং মরহুম আলহাজ এসএম নজরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় বলা হয়, ‘শোক প্রকাশের মাধ্যমে অর্থমন্ত্রী আবারো প্রমাণ করলেন তিনি একজন মহান আত্মার মানুষ এবং আমাদের অভিভাবক। আমরা তার মতো অভিভাবক পেয়ে নিজেদের ধন্য মনে করছি।’

অভিনন্দন বার্তায় ওয়ালটন গ্রুপ কর্তৃপক্ষের পক্ষ থেকে অর্থমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। একই সঙ্গে মরহুম আলহাজ এসএম নজরুল ইসলামের স্ত্রী এবং পরিবারের পক্ষ থেকে অর্থমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এর আগে গতকাল বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আলহাজ এসএম নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এ বিষয়ে এক শোকবার্তায় তিনি এসএম নজরুল ইসলামের শোকসন্তপ্ত পরিবার ও ওয়ালটন পরিবারের সবার প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় অর্থমন্ত্রী বলেন, ‘ওয়ালটন সত্যিকারভাবে একটি শিল্প প্রতিষ্ঠান। তারা উৎপাদন করে, উৎপাদন প্রক্রিয়াকে আয়ত্ত করার জন্য সংযোজনমূলক কার্যক্রমকে দীর্ঘায়িত করে না। তাই তারা এদেশে প্রথম রেফ্রিজারেটর, প্রথম এয়ার কন্ডিশনার এবং প্রথম ল্যাপটপ কম্পিউটার পুরোপুরি উৎপাদন করতে সক্ষম হয়।’

শোকবার্তায় অর্থমন্ত্রী আরো বলেন, ‘এরকম প্রতিষ্ঠান আমাদের গর্বের বিষয়। এই কাজে মরহুম নজরুল ইসলাম অত্যন্ত যোগ্য উত্তরসূরি তৈরি করে গেছেন।’

মরহুমের সন্তানরা তার কীর্তি জাগরুক ও চলমান রাখবে বলে অর্থমন্ত্রী শোকবার্তায় আশা প্রকাশ করেন।

প্রসঙ্গত, ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম রোববার রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি ছিলেন বাংলাদেশের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স উৎপাদন শিল্পের পথিকৃৎ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment