ওয়াই-ফাই রাউটারের গতি কম? এই কাজগুলো করুন

ওয়াই-ফাই রাউটারের গতি কম? এই কাজগুলো করুন

Brand Bazaar

 

বর্তমানে কমবেশি সবাই ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে থাকেন। অনেক সময় ওয়াই-ফাইয়ের ধীরগতির কারণে বিরক্ত ধরে যায়। কিছু সমস্যার কারণে এমনটি হয়। কিছু সহজ পদ্ধতির মাধ্যমে ওয়াইফাইয়ের গতি বাড়াতে পারেন-
ওয়াই-ফাই রাউটারের গতি কম? এই কাজগুলো করুন

রাউটার রাখার স্থান

রাউটারটি এমন জায়গায় রাখতে হবে (খোলামেলা বা উচুতে) যাতে ভালো সিগন্যাল পাওয়া যায়। এতে ওয়াই-ফাইয়ের গতি বৃদ্ধি পাবে।

নেটওয়ার্ক সুরক্ষিত রাখা

ওয়াই-ফাইয়ের নেটওয়ার্ক সুরক্ষিত অবস্থায় রাখতে হবে। যাতে অন্য কেউ ওয়াই-ফাই নেটওয়ার্ক চালাতে না পারে। তাহলে স্পিড ভালো পাওয়া যাবে।

সিগন্যালের কাছাকাছি থেকে ইন্টারনেট ব্যবহার

সিগনালের যত কাছাকাছি থাকবেন ততো ভালো গতি পাবেন। রাউটারের একটি নির্দিষ্ট সীমা রয়েছে এর মধ্যে ভালো গতি পাওয়া যায়। তবে কাছাকাছি থাকলে বেশি গতি পাবেন।

বড় ফাইল ডাইনলোড

একটি উপযুক্ত সময়ে বড় ফাইল ডাইনলোড করতে হবে তাহলে ভালো স্পিড পাওয়া যাবে। ব্যবহারকারী কম থাকলেই বড় ফাইল ডাইনলোড করুন।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment