বিশ্বের সবচেয়ে পাতলা গেমিং ল্যাপটপ আনল আসুস

তাইওয়ানের বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড আসুস, দেশের বাজারে উন্মুক্ত করল ‘আসুস আরওজি জেফ্রাস জিএক্স৫০১’- ৭ম প্রজন্মের ইন্টেল কোর আই-৭ প্রসেসর এবং এনভিডিয়া জিফোর্স এর জিটি এক্স ১০৮০ গ্রাফিক্স সমৃদ্ধ বিশ্বের সবচেয়ে পাতলা গেমিং ল্যাপটপ।

নতুন এই গেমিং ল্যাপটপটিতে আরো রয়েছে ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে, অ্যাকটিভ এইরো ডায়নামিক সিস্টেম- আসুস এর নিজস্ব টেকনোলজির শীতলিকরণ প্রক্রিয়া। যার ফলে দীর্ঘক্ষণ গেম খেলেও ল্যাপটপের গ্রাফিক্স পারফরম্যান্সে পরিবর্তন আসবে না।

আসুস আরওজি জেফ্রাস জিএক্স৫০১-এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ডিজাইন। ল্যাপটপটির শীতলিকরণ প্রক্রিয়া অন্য যেকোনো গেমিং নোটবুক থেকে ভিন্ন। ল্যাপটপটি খোলার সঙ্গে সঙ্গে এর নিচের ভাগে থাকা শীতলিকরণ প্রক্রিয়ার একটি অংশও চালু হয়ে যায়। ফলে এর বাতাসের প্রবাহ ২০ শতাংশ বাড়িয়ে দেয় যা গ্রাফিক্সকার্ড দীর্ঘক্ষণ যাবত ঠান্ডা রাখতে সহায়তা করে ও একনাগাড়ে দীর্ঘক্ষণ গেমিং এর অভিজ্ঞতাকে অক্ষুন্ন রাখে।

ল্যাপটপটি ‘অরা’ আরজিবি সমর্থিত। গেম খেলায় ব্যবহৃত বাটনগুলো নিজের পছন্দ মতো রঙের আলো দিয়ে সাজিয়ে নেয়া যাবে। আসুস আরওজি সিরিজের নতুন এই ল্যাপটপটির ওজন ২.২ কেজি ও ১৭.৯ মিলি থেকে ১৬.৯ মিলি পর্যন্ত পাতলা।

আরওজি জেফ্রাস জিএক্স৫০১ ল্যাপটপটিতে রয়েছে ৭ম প্রজন্মের ইন্টেল কোর আই-৭ এইচকিউ প্রসেসর, এনভিডিয়া জিফোর্স এর জিটিএক্স ১০৮০ গ্রাফিক্স, ২৪ গিগাবাইট র‌্যাম ও ১ টেরাবাইট হাইপার ড্রাইভ এসএসডি। এর টাইপ সি পোর্ট দিয়ে ল্যাপটপটির ডিসপ্লে চাইলে ৪কে সমর্থিত মনিটরের সঙ্গে সংযোগ দিয়ে খেলা যাবে।

ল্যাপটপটি ভিআর সমর্থিত। তাই ভার্চুয়াল রিয়ালিটি সমর্থিত গেমসগুলোতে যোগ হবে নতুন অভিজ্ঞতা। এছাড়া আরওজি গেমিং সেন্টার দ্বারা নির্দিষ্ট গেমসগুলো পছন্দের সেটিংস দিয়ে খেলা যাবে। ১২০ গিগাহার্জ ডিসপ্লে থাকায় এর ডিসপ্লে অনেক বেশি স্বচ্ছ ও প্রাণবন্ত।

বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে ‘আসুস আরওজি জেফ্রাস জিএক্স৫০১’ ল্যাপটপটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশে আসুসের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মো. আব্দুল ফাত্তাহ এবং ডিরেক্টর জসিমউদ্দিন খন্দকার। আসুস বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন কান্ট্রি প্রধান মো আল ফুয়াদ।

অনুষ্ঠানে আসুস বাংলাদেশের কান্ট্রি প্রধান বলেন, এখন পর্যন্ত আসুস গেমিং নোটবুকে বাজারের সর্বোচ্চ শেয়ার অধিকারী। আমরা আশা করছি আগামী বছরে গেমিং বাজারে আমাদের জায়গা আরো শক্তিশালী হবে।

গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর জসিম উদ্দিন খন্দকার আসুসকে একটি ইনোভেটিভ ও ভিন্নধর্মী টেকনোলজি সমৃদ্ধ কোম্পানি হিসেবে উল্লেখ করেন।

গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ মনে করেন, উন্নত প্রযুক্তি এবং সফলতা আসুস এবং গ্লোবাল ব্র্যান্ডকে দেশের প্রযুক্তি বাজারে প্রথম স্থানে নিয়ে আসবে।

ল্যাপটপটি দেশব্যাপী আসুসের প্রধান রিটেইল পার্টনারদের শোরুমগুলোতে পাওয়া যাবে। এছাড়াও অনলাইনে পিকাবু ডটকম ও কিকশা ডটকম থেকে কেনা যাবে। আসুস আরওজি জেফ্রাস জিএক্স৫০১ ল্যাপটপটির মূল্য ৩ লাখ ১০ হাজার টাকা।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment