কেন আইফোন এক্স থেকে স্যামসাং এগিয়ে?

কেন আইফোন এক্স থেকে স্যামসাং এগিয়ে?

Brand Bazaar

নিয়মিত নতুন মডেলের আইফোন উপহার দিয়ে যাচ্ছে অ্যাপল। পৃথিবীজুড়ে ক্রেতাদের কাছে আইফোনের ব্যাপক চাহিদা রয়েছে।

চাহিদা অনুযায়ী বাজারে আইফোন এক্স সরবরাহ করতে বেশ বেগ পেতে হচ্ছে অ্যাপলকে। তবে ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হলেও কনজ্যুমার রিপোর্টস পত্রিকা তাদের মূল্যায়নে আইফোন এক্স এর চেয়ে স্যামসাং-এর নতুন সেটগুলোকে এগিয়ে রাখছে।

আমেরিকার প্রভাবশালী এই পত্রিকাটির মতে দামের বিবেচনায় নতুন মডেলের স্যামসাং সেটগুলোতে আইফোন এক্স-এর চেয়ে অনেক বেশি সুবিধা রয়েছে।

কনজ্যুমার রিপোর্টসের রিভিউতে বলা হয়েছে, ১ হাজার ডলারের আইফোন এক্সের চেয়ে স্যামসাং ও আইফোন ৮ সিরিজের সেটগুলো অনেক উন্নত।

আইফোন এক্স-এর চেয়ে স্যামসাং এস ৮, এস ৮+, নোট ৮ সেটগুলোকে ভাল বলার অন্যতম কারণ হিসেবে ফোনের ব্যাটারি লাইফের কথা উল্লেখ করেছে পত্রিকাটি। আইফোন এক্স-এর চাইতে স্যামসাং-এর ফোনে চার্জ থাকে বেশি।

কনজ্যুমার রিপোর্টসের র‍্যাঙ্কিংয়ে স্যামসাং গ্যালাক্সি এস ৮, স্যামসাং গ্যালাক্সি এস ৮+, আইফোন ৮ ও আইফোন ৮ প্লাস সবার উপরে রয়েছে। বিভিন্ন সুবিধার জন্য এই ফোনগুলোকে ১০০-এর মধ্যে ৮১ পয়েন্ট দিয়েছে পত্রিকাটি।

অন্যদিকে, ৮০ পয়েন্ট পেয়ে স্যামসাং-এর গ্যালাক্সি নোট ৮, গ্যালাক্সি এস ৮ একটিভ, গ্যালাক্সি এস ৭, এলজি জি৬ এবং আইফোন এক্স রয়েছে দ্বিতীয় অবস্থানে।

প্রতিবেদনে বলা হয়, আইফোন এক্স-এর তুলনায় আইফোন ৮ ও আইফোন ৮ প্লাস ভাঙা অনেক বেশি কঠিন। আইফোন ৮ সিরিজের ফোনগুলোতে হোম বাটন রয়েছে, যা আইফোন এক্স-এ নেই।

যারা অনেকদিন ধরে আইফোন ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছেন, তারা স্যামসাং-এর ফোন ব্যবহার করার চাইতে আইফোন ৮ সিরিজের ফোনগুলো ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবে বলেও মন্তব্য করেছে পত্রিকাটি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment