রাজধানীর নাম পরিবর্তনের দাবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম পরিবর্তন করে মুজিবনগর করার দাবি জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক লীগ।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে জাতীয় গণতান্ত্রিক লীগের নেতারা এ দাবি জানান।

জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম. এ জলিলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনএফের সভাপতি আবুল কালাম আজাদ এমপি।

তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন বাজি রেখে পাকিস্তানের শোষণ-শাসনের প্রতিবাদে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে ৯ মাসের যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। এই বাংলাদেশের রাজধানী ঢাকা নামের পরিবর্তে মুজিবনগর করণের দাবিকে আমি সমর্থন জানাই।

আগামী সংসদ অধিবেশনে এই দাবি তুলে ধরার প্রতিশ্রতি দেন তিনি।

মানববন্ধনে জয় বাংলা মঞ্চের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী, ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান এম. এ ভাসানী, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের সভাপতি আশরাফ আলী হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment