ইন্সটাগ্রাম পোস্টে বিয়ের কথা জানালেন এই নায়িকা!

সবাই কমবেশি জানেন, বিদেশি প্রেমিকের সঙ্গে অনেকদিন ধরেই সম্পর্কে আছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। অস্ট্রেলীয় ফটোগ্রাফার প্রেমিক অ্যান্ড্রু নিবোনের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তিনি প্রায়শই ছবি পোস্ট করেন। এই ক্রিসমাসেও তার ব্যতিক্রম হল না। তবে ছবির ক্যাপশনে নায়িকা যা লিখেছেন, তাতে করে চমকে গেছেন ভক্তরা। কারণ সেখানে তিনি অ্যান্ড্রু নিবোনকে স্বামী বলে সম্বোধন করেছেন!

অনেকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিয়ানার বিয়ে নিয়ে শোনা গেছে নানান গুঞ্জন। তবে সবসময় একে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন নায়িকা। এবার আর লুকোছাপা করতে দেখা গেল না ইলিয়ানাকে।  অনেকে ছবিটি দেখার পর মন্তব্য করছেন, আগেই বিয়ের পর্ব সেরে রেখেছেন এই প্রেমিক জুটি। আনুশকা শর্মা ও বিরাট কোহলির বিয়ের কথা সামনে আসায় নিজেদের বিয়ের খবরও জানিয়ে দিলেন ইলিয়ানা।

বিয়ের আগে প্রেমিকের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন ইলিয়ানা। এই প্রসঙ্গে এর আগে জিজ্ঞেস করতেই ইলিয়ানা বলেছিলেন, ‘বিয়ে ব্যাপারটাই খুব মজার। এর মধ্যে বিশাল কিছু আছে নাকি? আমি ভাল ভাল কাজ করছি। নিজের মতো থাকতে পারছি। সব মিলিয়ে বেশ ভালই আছি। আর বিয়ে নিয়ে একটু রহস্য থাক না। যদি ব্যাগ থেকে বিড়াল বের করেই দিই, তা হলে আমার সম্পর্কে আর মানুষের আগ্রহ থাকবে কেন!’

প্রসঙ্গত, দক্ষিণের ছবিতে নিয়মিত অভিনয় করলেও বলিউডে তার শুরু রণবীর কাপুরের বিপরীতে ‘বরফি’ ছবির মাধ্যমে। এরপর আরও কয়েকটি ছবিতে অভিনয় করলেও তেমন সাড়া ফেলতে পারেননি তিনি। অক্ষয় কুমারের বিপরীতে ‘রুস্তম’ ছবিটি করার পর অর্জুন কাপুরের সঙ্গে ‘মুবারাকান’ ও অজয় দেবগণের সঙ্গে ‘বাদশাহো’ সিনেমায় অভিনয় করেন ইলিয়ানা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment