সালমানের সঙ্গে লড়াইয়ে রাজি ঐশ্বরিয়া

Brand Bazaar

বলিউডের দর্শকপ্রিয় দুই অভিনয়শিল্পী সালমান খান ও ঐশ্বরিয়ার রাই বচ্চন। অতীতে বলিপাড়ায় এ দুজনের প্রেমের গুঞ্জনও শোনা গেছে। যদিও এখন তাদের মধ্যে তৈরি হয়েছে দূরত্ব। পরস্পরকে এড়িয়ে চলেন তারা। এছাড়া সালমান এখনো বিয়ে না করলেও অভিষেক বচ্চনের ঘরনী ঐশ্বরিয়া।

সালমানের পরবর্তী সিনেমা রেস-থ্রি। এ ফ্র্যাঞ্চাইজিতে প্রথমবারের মতো অভিনয় করছেন তিনি। বর্তমানে চলছে এর শুটিং। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। অন্যদিকে ঐশ্বরিয়া অভিনীত পরবর্তী সিনেমা ফ্যানি খান। এটির শুটিং প্রায় শেষের পথে। রেস-থ্রি’র সঙ্গে একই সময়ে মুক্তি পাবে সিনেমাটি। আর সালমানের সঙ্গে এ বক্স অফিস লড়াইয়ে সম্মতি রয়েছে ঐশ্বরিয়ার। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ প্রসঙ্গে ফ্যানি খান সিনেমার প্রযোজক প্রেরণা আরোরা সংবাদমাধ্যমে বলেন, ‘অবশ্যই এতে ঐশ্বরিয়ার সম্মতি রয়েছে। তিনি সিনেমার প্রধান অভিনেত্রী। সিনেমা কখন মুক্তি পাবে সে সম্পর্কে তিনি অবহিত আছেন। তার সম্মতিতেই মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে।’

প্রেরণা আরোরার আরো একটি সিনেমায় অভিনয় করবেন ঐশ্বরিয়া। ১৯৬৭ সালে মুক্তিপ্রাপ্ত রাত অউর দিন’র রিমেক এ সিনেমাটি পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ। এতে ঐশ্বরিয়ার বিপরীতে দুজন নায়ক থাকবেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment