“শিক্ষকগণ গবেষণার মধ্য দিয়েই বেঁচে থাকে”

জাবি প্রতিনিধি:-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের ডিনএনএ ল্যাবরেটরিতে ৬শ প্রজাতির কীট-পতঙ্গ সংগ্রহ করে মলিকুলার পদ্ধতিতে ১৫০ প্রজাতির ডিএনএ বারকোডিং করা হয়েছে। প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে বক্তব্যে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন “গবেষণার মধ্যে দিয়েই শিক্ষক বেঁচে থাকেন”।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি ও প্রকল্পের সাব-ম্যানেজার অধ্যাপক মো. মনোয়ার হোসেন প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রকল্পের গবেষণার ফলাফল সংক্ষিপ্ত ভাবে উপস্থাপন করেন। তিনি বলেন, “সারা বিশ্বে যে সব প্রাণী আছে তার ১০০ ভাগের মধ্যে ৭৫ ভাগই পোকমাকড়’ সাধারণ পোকামাকড়ের গঠন, রং, পাখা দেখে শনাক্ত করা হয়।’যা শতভাগ নিশ্চিত হওয়া সম্ভব নয়। কিন্তু ডিএনএ পদ্ধতির মাধ্যমে কোনটি কোন প্রজাতির পোকামাকড় তা শতভাগ নিশ্চিত হওয়া সম্ভব”।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment