বলিউড বক্স অফিস লড়াই

প্যাডম্যান-আইয়ারি ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। এই দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে অক্ষয় কুমার অভিনীত প্যাডম্যান এবং সিদ্ধার্থ মালহোত্রা ও মনোজ বাজপেয়ের সিনেমা আইয়ারি। একই দিনে কমল হাসানের বিশ্বরুপম-টু সিনেমাটিও ‍মুক্তি পাচ্ছে বলে জানা গেছে।

মণিকর্ণিকা :দ্য কুইন অব ঝাঁসি-টু পয়েন্ট জিরো: বক্স অফিসে ধারাবাহিকভাবে মোটামুটি সফল অভিনেত্রী কঙ্গনা রাণৌত। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি। ১৪ এপ্রিল সিনেমাটি মুক্তির কথা রয়েছে। একই দিনে মুক্তি পাবে রোবট-টু অর্থাৎ টু পয়েন্ট জিরো। গত বছর মুক্তির কথা থাকলেও কয়েক ধাপে পিছিয়ে এদিন সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে। টু পয়েন্ট জিরো সিনেমাটি অভিনয় করছেন দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। এ ছাড়া আছেন বলিউডের খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী অ্যামি জ্যাকসন। তাই জমজমাট একটা লড়াই প্রত্যাশা করছেন সিনেমা বিশ্লেষকরা।

রেস থ্রি-ফ্যানি খান : ২০০৯ সাল থেকে ঈদে সিনেমা মুক্তিকে নিয়মে পরিণত করেছেন সালমান খান। গত ঈদুল ফিতরে টিউবলাইট ছাড়া বিগত বছরগুলোতে মুক্তিপ্রাপ্ত ওয়ান্টেড, দাবাং, বডিগার্ড, এক থা টাইগার, কিক, বজরঙ্গি ভাইজান, সুলতান ছিল বক্স অফিস সফল। আসছে ঈদেও মুক্তির তালিকায় থাকছে সালমানের রেস থ্রি। একই সময় মুক্তি পাচ্ছে ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত পরবর্তী সিনেমা ফ্যানি খান। এতে আরো রয়েছেন অনিল কাপুর ও রাজকুমার রাও। চলতি বছর এপ্রিলে মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে এখন রেসথ্রি’র সঙ্গে মুক্তি পাবে বলে জানা গেছে।

শাহরুখ খানের সিনেমা-কেদারনাথ : অভিষেক কাপুর পরিচালিতকেদারনাথ সিনেমার মাধ্যমে বলিউডের রুপালি জগতে পা রাখতে চলেছেন সারা আলী খান। তবে শুরুতেই বক্স অফিস লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী হিসেবে বলিউড বাদশা শাহরুখ খানের মুখোমুখি তিনি। প্রথমে ২০১৮ সালের জুনে কেদারনাথ সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছিলেন নির্মাতা। তবে এখন তা পিছিয়ে ২০১৮ সালের ২১ ডিসেম্বর করা হয়েছে। এদিকে আনন্দ এল রাইয়ের একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত শাহরুখ। নাম ঠিক না হওয়া সিনেমাটিতে বামন চরিত্রে দেখা যাবে বলিউড কিং খানকে। এতে আরো অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। এ বছর একই সময়ে বড়দিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সড়ক টু- বাত্তি গুল মিটার চালু : ১৯৯১ সালে সাড়া জাগানো বলিউড সিনেমা সড়ক। খুব শিগগির এর সিক্যুয়েল সড়ক টু’র শুটিং শুরুর কথা রয়েছে। আগের সিনেমার মতো এবারো এতে সঞ্জয় দত্তকে দেখা যাবে। অন্যদিকে শহিদ কাপুর অভিনীত পরবর্তী সিনেমা বাত্তি গুল মিটার চালু। চলতি বছর এ দুই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো সঞ্জয় ও শহিদের বক্স অফিসে লড়াই দেখতে পারেন দর্শক।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment