মধুপুর-ধনবাড়ীতে ব্যস্ত সময় কাটাচ্ছেন আলুচাষীরা

টাঙ্গাইলের প্রায় প্রত্যেক জায়গাতেই আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে আলুর ভাল ফলন হবে বলে আশা করছেন এ অঞ্চলের কৃষকরা। তবে টাঙ্গাইলের মধুপুর পাৃহাড়ী অঞ্চলে আনারসের জন্য বিখ্যাত হলেও এখন সকল ধরনের কৃষি শস্য চাষাবাদ হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ধনবাড়ী মধুপুর আসনের সংসদ ড. আব্দুর রাজ্জাক এমপির চেষ্টায় মধুপুর উপজেলার কাকরাইদে স্থাপিত হয়েছে মধুপুর বিএডিসি আলু বীজ হিমাগার। এই মধুপুরে আলু বীজ হিমাগার হওয়ায় আলুচাষীদের পাশাপাশি সাধারণ মানুষদের কাজ করার সুযোগ তৈরী হয়েছে। এবার মধুপুর এই বিএডিসি আলুবীজ হিমাগারের আওয়তায় মধুপুর-ধনবাড়ী এই দুই উপজেলায় ১৮৫ জন কৃষকের মাঝে ব্লক লিডারদের মাধ্যমে বীজ আলু উৎপাদন করার জন্য বীজ আলু, সার, বিষসহ চাষাবাদের জন্য কৃষি ব্যাংকের মাধ্যমে কৃষি লোনের ব্যবস্থাও করে দিচ্ছে বিএডিসি কর্তৃপক্ষ। এখন বীজ আলু বপণ শুরু করা হয়েছে। প্রত্যেক ব্লকেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকেরা আলু বীজ বপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন। যাতে আলুর দাম ভাল থাকে এমনটাই দাবী সরকারের নিকট এই অঞ্চলের কৃষকদের। মধুপুর বিএডিসি আলুবীজ হিমাগারের উপ-পরিচালক সঞ্জয় রায় জানান, এই মধুপুর আলুবীজ হিমাগারটি স্থাপন করায় এই অঞ্চলের কৃষকসহ সকলের বড় ধরনের উপকারে এসেছে। এই কারণে মধুপুর-ধনবাড়ী আসনের সংসদ ড. আব্দুর রাজ্জাক এমপি স্যারসহ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মাননীয় কৃষি মন্ত্রীকে ধন্যবাদ জানাই।

টাঙ্গাইলের প্রায় প্রত্যেক জায়গাতেই আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে আলুর ভাল ফলন হবে বলে আশা করছেন এ অঞ্চলের কৃষকরা। তবে টাঙ্গাইলের মধুপুর পাৃহাড়ী অঞ্চলে আনারসের জন্য বিখ্যাত হলেও এখন সকল ধরনের কৃষি শস্য চাষাবাদ হচ্ছে।

টাঙ্গাইলের প্রায় প্রত্যেক জায়গাতেই আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে আলুর ভাল ফলন হবে বলে আশা করছেন এ অঞ্চলের কৃষকরা। তবে টাঙ্গাইলের মধুপুর  পাৃহাড়ী অঞ্চলে আনারসের জন্য বিখ্যাত হলেও এখন সকল ধরনের কৃষি শস্য চাষাবাদ হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ধনবাড়ী মধুপুর আসনের সংসদ ড. আব্দুর রাজ্জাক এমপির চেষ্টায় মধুপুর উপজেলার কাকরাইদে  স্থাপিত হয়েছে মধুপুর বিএডিসি আলু বীজ হিমাগার। এই মধুপুরে আলু বীজ হিমাগার হওয়ায় আলুচাষীদের পাশাপাশি সাধারণ মানুষদের কাজ করার সুযোগ তৈরী হয়েছে। এবার মধুপুর এই বিএডিসি আলুবীজ হিমাগারের আওয়তায় মধুপুর-ধনবাড়ী এই দুই উপজেলায় ১৮৫ জন কৃষকের মাঝে ব্লক লিডারদের মাধ্যমে বীজ আলু উৎপাদন করার জন্য বীজ আলু, সার, বিষসহ চাষাবাদের জন্য কৃষি ব্যাংকের মাধ্যমে কৃষি লোনের ব্যবস্থাও করে দিচ্ছে বিএডিসি কর্তৃপক্ষ। এখন বীজ আলু বপণ শুরু করা হয়েছে। প্রত্যেক ব্লকেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকেরা আলু বীজ বপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন। যাতে আলুর দাম ভাল থাকে এমনটাই দাবী সরকারের নিকট এই অঞ্চলের কৃষকদের। মধুপুর বিএডিসি আলুবীজ হিমাগারের উপ-পরিচালক সঞ্জয় রায় জানান, এই মধুপুর আলুবীজ হিমাগারটি স্থাপন করায় এই অঞ্চলের কৃষকসহ সকলের বড় ধরনের উপকারে এসেছে। এই কারণে মধুপুর-ধনবাড়ী আসনের সংসদ ড. আব্দুর রাজ্জাক এমপি স্যারসহ বাংলাদেশ সরকারের  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মাননীয় কৃষি মন্ত্রীকে ধন্যবাদ জানাই।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ধনবাড়ী মধুপুর আসনের সংসদ ড. আব্দুর রাজ্জাক এমপির চেষ্টায় মধুপুর উপজেলার কাকরাইদে স্থাপিত হয়েছে মধুপুর বিএডিসি আলু বীজ হিমাগার। এই মধুপুরে আলু বীজ হিমাগার হওয়ায় আলুচাষীদের পাশাপাশি সাধারণ মানুষদের কাজ করার সুযোগ তৈরী হয়েছে। এবার মধুপুর এই বিএডিসি আলুবীজ হিমাগারের আওয়তায় মধুপুর-ধনবাড়ী এই দুই উপজেলায় ১৮৫ জন কৃষকের মাঝে ব্লক লিডারদের মাধ্যমে বীজ আলু উৎপাদন করার জন্য বীজ আলু, সার, বিষসহ চাষাবাদের জন্য কৃষি ব্যাংকের মাধ্যমে কৃষি লোনের ব্যবস্থাও করে দিচ্ছে বিএডিসি কর্তৃপক্ষ। এখন বীজ আলু বপণ শুরু করা হয়েছে। প্রত্যেক ব্লকেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকেরা আলু বীজ বপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন। যাতে আলুর দাম ভাল থাকে এমনটাই দাবী সরকারের নিকট এই অঞ্চলের কৃষকদের। মধুপুর বিএডিসি আলুবীজ হিমাগারের উপ-পরিচালক সঞ্জয় রায় জানান, এই মধুপুর আলুবীজ হিমাগারটি স্থাপন করায় এই অঞ্চলের কৃষকসহ সকলের বড় ধরনের উপকারে এসেছে। এই কারণে মধুপুর-ধনবাড়ী আসনের সংসদ ড. আব্দুর রাজ্জাক এমপি স্যারসহ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মাননীয় কৃষি মন্ত্রীকে ধন্যবাদ জানাই।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment