সেই পারভেজ পাচ্ছেন পুলিশের সর্বোচ্চ পদক

ডুবন্ত বাসের ভেতর থেকে ২৬ জনের প্রাণ বাঁচানো কনস্টেবল মো. পারভেজ মিয়া এবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পাচ্ছেন।

আগামী পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি এ পদক গ্রহণ করবেন।

বুধবার বিকেলে পদক পাওয়ার বিষয়টি জেনে আবেগ আপ্লুত হয়ে পারভেজ মিয়া রাইজিংবিডিকে বলেন, ‘পুলিশের সর্বোচ্চ এ পদক পাওয়ার খবরে খুবই আনন্দ লাগছে। এ সম্মান আমার ভবিষ্যৎ কর্মজীবনে ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে। কর্তব্য পালনের কারণে আমাকে এভাবে সম্মানিত করা হবে তা কখনোই ভাবিনি।’

উল্লেখ্য, গত বছরের ৭ জুলাই বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুরে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে মতলবগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এ সময় গৌরীপুরে দায়িত্বরত ছিলেন দাউদকান্দি হাইওয়ে থানার কনস্টেবল পারভেজ মিয়া। সঙ্গে সঙ্গে তিনি জীবনের ঝুঁকি নিয়ে পঁচা ও গন্ধযুক্ত ময়লা ডোবার পানিতে লাফ দেন। গ্লাস ভেঙে গাড়ির ভেতর আটকা পড়া নারী-পুরুষ ও শিশুসহ ২৫-২৬ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

কনস্টেবল মো. পারভেজ মিয়ার বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া থানার হোসেনদি গ্রামে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment