তামিমের মতো করেই ভাবছেন ইমরুল

আগামী ১৫ জানুয়ারি স্বাগতিক বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে মাঠে গড়াচ্ছে ত্রিদেশীয় সিরিজ। পুরোদমে প্রস্তুত হচ্ছেন । আসন্ন এই সিরিজে বাংলাদেশের সম্ভাবনার কথা জানাতে গিয়ে দেশসেরা ওপেনার তামিম বলেছিলেন, ‘।’ সতীর্থ ইমরুলও হাঁটলেন একই পথে। বাঁহাতি এই ওপেনারের চোখ ত্রিদেশীয় সিরিজের শিরোপার দিকেই।ঘরের মাঠে গত তিন বছর অদম্য এক প্রতিপক্ষে পরিণত হয়েছে বাংলাদেশ। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে। চেনা কন্ডিশন, দর্শকদের বিশাল সমর্থনের সঙ্গে ইমরুলের আশার পালে হাওয়ার যোগান দিচ্ছে বিগত তিন বছরের পরিসংখ্যানও। তার ভাষ্যমতে, সবাই নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে দুশ্চিন্তার কোনও কারণ নেই।  ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার সঙ্গে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশে আসছেন। তিন বছর দায়িত্ব পালন শেষে যোগ দিয়েছেন শ্রীলঙ্কার কোচ হিসেবে। এই বিষয়গুলো সামনে রেখে দুই দলকে কীভাবে দেখছেন ইমরুল?

 

‘সবাই জানে আমাদের কন্ডিশনে আমরা কেমন দল। এটা মুখে বলার থেকে কাজে করে দেখাতে পারলে সেটাই ভাল হবে। আমরা যদি আমাদের মতো খেলতে পারি তাহলে অতিরিক্ত চিন্তা করার কোনও কারণ নেই। আমরা জানি আমাদের কন্ডিশনে আমরা কতটা শক্ত দল। হ্যাঁ! শ্রীলঙ্কার কোচ চান্দিকা হাতুরুসিংহে আমাদের সম্পর্কে অনেক কিছুই জানেন। তবে আসল জিনিস হচ্ছে মাঠে গিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করা। আর ক্রিকেট খেলা নিয়ে আপনি আগে থেকেই কিছু বলতে পারবেন না। এক দলে ১১ জনের বেশি তো খেলতে পারবে না। যারা যেদিন পরিকল্পনা কাজে লাগাতে পারবে তারাই জিতবে।’হাতুরুসিংহের পদত্যাগের পর সাকিব-তামিমদের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক । দীর্ঘমেয়াদে নতুন কোনও কোচ নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সুজন। যদিও তার পদের নাম টেকনিক্যাল ডিরেক্টর। তার অধীনে কেমন চলছে প্রস্তুতি? জবাবে ইমরুল বলেন, ‘নতুন কিছু না আসলে। এখানে আমরা অনেকদিন ধরেই অনুশীলন করছি। সুজন ভাই আছেন, উনি অনেক সাহায্য করছেন আমাদের। তাকে আমরা ভালভাবে চিনি। তিনিও আমাদের চেনেন। সব মিলিয়ে যেসব জায়গায় উন্নতির দরকার সেগুলো নিয়েই কাজ করছি।’কোচ থাকাকালীন দলের সব ক্রিকেটারকে এক দৃষ্টিতে দেখতেন না বলে অভিযোগ ছিল হাতুরুসিংহের বিপক্ষে। সেই তুলনায় সুজনকে এগিয়ে রাখছেন বাংলাদেশের হয়ে ৩২ টেস্ট, ৭০ ওয়ানডে ও ১৪ টি-টোয়েন্টি খেলা ইমরুল, ‘সুজন ভাই তো দীর্ঘদিন দলের সঙ্গে আছেন। উনি সবাইকে সমানভাবেই দেখেন। আগের কোচ কী করেছেন না করছেন সেটা তার ব্যাপার। সেই জিনিসগুলো নিয়ে চিন্তা না করে আমাদের নিজের কাজ নিয়ে চিন্তা করাই ভাল।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment