প্রধানমন্ত্রীর আশ্বাসে অনশন প্রত্যাহার করলেন শিক্ষকরা

প্রধানমন্ত্রীর আশ্বাসে অনশন প্রত্যাহার করলেন শিক্ষকরা

 

Brand Bazaar

টানা ৬ দিন আমরণ অনশনের দিন শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এদিন বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনস্থলে প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসান আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কথা বলে এই আশ্বাসের কথা জানান।
প্রধানমন্ত্রীর আশ্বাসে অনশন প্রত্যাহার করলেন শিক্ষকরা

এরপর শিক্ষকরা তাদের আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার পরিবর্তন ডটকমকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা তার একজন পিএসকে পাঠিয়েছিলেন আমাদের এখানে। তিনি এসে বলেছেন, খুব দ্রুতই আমাদের এমপিওভুক্তির কার্যক্রম শুরু করবেন। প্রধানমন্ত্রীর এই আশ্বাসে আমরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment