বাংলাদেশ-শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজের সময়সূচি

আট বছর পর দেশের মাটিতে শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ। যেখানে বাংলাদেশের সঙ্গে অংশ নিবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছিল ত্রিদেশীয় সিরিজের ম্যাচগুলো শুরু হবে দুপুর আড়াইটায়।
কিন্তু আজ শনিবার ত্রিদেশীয় সিরিজের সূচিতে পরিবর্তন এনেছে বোর্ড। আড়াইটার পরিবর্তে এখন ম্যাচগুলো শুরু হবে দুপুর ১২টায়। মূলত শীতের প্রকোপ, কুয়াশা ও শিশিরের বিষয়টি মাথায় রেখেই সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

ত্রিদেশীয় সিরিজ খেলতে ১০ জানুয়ারি জিম্বাবুয়ে দল বাংলাদেশে আসবে। ১৩ জানুয়ারি আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এদিন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।
একদিন পরেই ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে। এরপর ১৭, ১৯, ২১, ২৩, ২৫ জানুয়ারি হবে সিরিজের বাকি ম্যাচগুলো। ২৭ জানুয়ারি হবে ফাইনাল। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়। ভেন্যু- মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

ত্রিদেশীয় সিরিজের পরিবর্তিত সময়সূচি :

তারিখ মুখোমুখি সময় ভেন্যু
১৫ জানুয়ারি ২০১৮ বাংলাদেশ-জিম্বাবুয়ে দুপুর ১২টা মিরপুর
১৭ জানুয়ারি শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে দুপুর ১২টা মিরপুর
১৯ জানুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কা দুপুর ১২টা মিরপুর
২১ জানুয়ারি শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে দুপুর ১২টা মিরপুর
২৩ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুয়ে দুপুর ১২টা মিরপুর
২৫ জানুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কা দুপুর ১২টা মিরপুর
২৭ জানুয়ারি ফাইনাল দুপুর ১২টা মিরপুর

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment