সিডনি টেস্টে চালকের আসনে অসিরা

সিডনি টেস্টে ৯১ রানে অপরাজিত থেকে গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলেন উসমান খাজা। আজ দিনের শুরুতেই সেটিকে সেঞ্চুরিতে রূপ দেন তিনি। একসময় তার ডাবল সেঞ্চুরির সম্ভাবনা তৈরি হলেও ব্যক্তিগত ১৭১ রানে থামতে হয়েছে দীর্ঘদিন রানখরায় ভোগা খাজাকে।উসমান খাজার ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরির সঙ্গে ব্যাট হাতে স্টিভেন স্মিথ, মিচেল মার্শ ও শন মার্শদের দুর্দান্ত পারফরম্যান্সে তৃতীয় দিন শেষে চালকের আসনে রয়েছে অস্ট্রেলিয়া।চলমান অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টে প্রথম ইনিংসে চার উইকেটে ৪৭৯ রানে তৃতীয় দিন দিন শেষ করেছে স্বাগতিকরা। সফরকারী ইংল্যান্ডের চেয়ে ১৩৩ রানে এগিয়ে রয়েছে স্টিভেন স্মিথের দল। এর আগে ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৪৬ রান করেছিল।

উসমান খাজার সঙ্গে আজ সেঞ্চুরির সম্ভবনা তৈরি হয়েছিল অসি অধিনায়ক স্টিভেন স্মিথের। তবে ব্যক্তিগত ৮৩ রানে ফিরতে হয়েছে তাকে। মঈন আলীর শিকার হয়ে ১৫৮ বলে ৫ চারে এ ইনিংস খেলে সাজঘরে যেতে হয়েছে তাকে। তবে ১৭১ রানের ইনিংসে স্বাগতিকদের অনেক দূরে এগিয়ে দেন উসমান খাজা। ৩৮১ বল মোকাবেলায় ১৮ চার ও একটি ছক্কায় চমৎকার এ ইনিংসটি সাজান তিনি। এরপর টম ক্রেনের বলে বেয়ারস্টোর হাতে ধরা পড়লে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি থেকে বঞ্চিত হন খাজা।স্মিথ-খাজার পর ইংল্যান্ডের বোলারদের আরও ভোগান স্বাগতিক দলের দুই ভাই শন মার্শ ও মিচেল মার্শ। ৯৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন বড় ভাই শন মার্শ। আর ৬৩ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন মিচেল মার্শ।সিডনিতে তৃতীয় দিনে ইংল্যান্ডের হয়ে ক্রেন ও স্পিনার মঈন আলী একটি করে উইকেট পান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment