অন্তর্বাসই ঠেকাবে ধর্ষণ

অন্তর্বাসই ঠেকাবে ধর্ষণ

শ্লীলতাহানি কিংবা ধর্ষণ রুখতে অভিনব উদ্যোগ। মহিলাদের নিরাপত্তার স্বার্থে সেন্সর বসানো অত্যাধুনিক অন্তর্বাস আবিষ্কার করলেন এক ভারতীয় ইঞ্জিনিয়ার। শ্লীলতাহানি কিংবা ধর্ষণের চেষ্টা হলেই আশেপাশের লোকজনকে এবার ‘অ্যালার্ম’ দেবে এই বিশেষ অন্তর্বাস। অর্থাৎ, শ্লীলতাহানি কিংবা ধর্ষণের চেষ্টা করলে এবার আর রেহাই নেই। ইঞ্জিনিয়ার মণীষা জানাচ্ছেন, ‘দিল্লি গণধর্ষণের ঘটনা দাগ কেটেছিল তার মনে। আর তারপরই তিনি মহিলাদের নিরাপত্তার স্বার্থে এই ধরণের অভিনব অন্তর্বাস বানানোর চিন্তাভাবনা করেন’। ‌যা ইতিমধ্যেই তৈরিও করে ফেলেছেন মণীষা। ‌
অন্তর্বাসই ঠেকাবে ধর্ষণ

এই বিশেষ অন্তর্বাস বদলানোর সময় কোনো ‘অ্যালার্ম’ ‌দেবে না, তবে টেনে হিঁচড়ে খোলার চেষ্টা করলেই প্রয়োজনীয় সতর্ক বার্তা দেবে সেন্সর। এই ধরণের অন্তর্বাসে বিশেষ এক ধরণের ইলেকট্রনিক প্রযুক্তি রয়েছে, ‌যার মাধ্যমে কোনো মহিলা আক্রান্ত হলে আশাপাশের লোকজনের কাছে বার্তা পৌঁছ যাবে খুব সহজেই।

পাশাপাশি এতে বসানো আছে জিপিএস। যেই পদ্ধতির সাহায্যে পুলিসের কাছেও খবর পৌঁছনোর ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন ইঞ্জিনিয়ার মণীষা।

তথ্য সূত্র: জেডএন

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment