যে কারণে দলে নেই তাসকিন-সৌম্য

ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত দলে নেই তাসকিন আহমেদ ও সৌম্য সরকার। এই প্রথম পারফরম্যান্সের কারণে বাদ পড়লেন দুই তরুণ ক্রিকেটার। কেন বাদ পড়লেন, তার ব্যাখ্যাও দিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত দলে নেই তাসকিন আহমেদ ও সৌম্য সরকার। এই প্রথম পারফরম্যান্সের কারণে বাদ পড়লেন দুই তরুণ ক্রিকেটার। কেন বাদ পড়লেন, তার ব্যাখ্যাও দিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১৬ সদস্যের দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক বললেন, ‘সৌম্য সব ফরম্যাটে কিছুদিন ধরে খেলে যাচ্ছে। ওর প্রতিভা নিয়ে কোনও প্রশ্ন নেই। যেহেতু সে ধারাবাহিক নয়, তাই তাকে ব্রেক দিয়েছি আমরা। তাসকিনের অবস্থাও একই, সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে সে ছন্দে ছিল না। আমরা মনে করি, ওর ঘরোয়া ক্রিকেটে খেলা প্রয়োজন।’তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের বাদ পড়ার কারণও ব্যাখ্যা করলেন তিনি, ‘দক্ষিণ আফ্রিকা সফর থেকেই দলের সঙ্গে নেই মোসাদ্দেক। চোখের সমস্যা কাটিয়ে বিপিএলে খেললেও সেখানে সে ছন্দে ছিল না।’

বাদ পড়াদের দলে ফেরার পথও দেখিয়ে দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নান্নু, ‘পারফরম্যান্সই খেলোয়াড়দের হয়ে কথা বলবে। ওরা অনেকদিন পর ঘরোয়া ক্রিকেটে খেলতে যাচ্ছে। ওদের পারফরম্যান্স অবশ্যই অন্যদের চেয়ে ভালো হতে হবে। আশা করি, দ্রুত ওরা দলে ফিরতে পারবে।’প্রায় আড়াই বছর পর ওয়ানডে দলে সুযোগ পাওয়া এনামুল হক বিজয়ের ভালো ব্যাটিংয়ের প্রত্যাশা জানিয়ে তার মন্তব্য, ‘এনামুল ভালো খেলেই দলে সুযোগ করে নিয়েছে। গত দুই বছর ধরে সে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করছে। আমরা আশাবাদী, সে জাতীয় দলে ভালো করতে পারবে।’সাধারণত ১৫ জনের হলেও টাইগারদের এবারের দল ১৬ জনের। এ বিষয়ে নান্নুর ব্যাখ্যা, ‘অনেক দিন পর আমাদের সামনে পাঁচটা ওয়ানডে খেলার সুযোগ। দলে ১৬ জন রাখার কারণ ইমরুল। ওর ইনজুরি সমস্যা আছে বলে আমরা ১৬ জনের দল ঘোষণা করেছি।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment