‘জীবন্ত আইডলদের সঙ্গে খেলতে যাচ্ছি, ভাবতেই অবিশ্বাস্য লাগছে’

‘জীবন্ত আইডলদের সঙ্গে খেলতে যাচ্ছি, ভাবতেই অবিশ্বাস্য লাগছে’

তবে ন্যু ক্যাম্পে এসেছেন ঠিকই লেভান্তের বিপক্ষে ম্যাচের শেষে।সমর্থকদের সামনে হাজির হলেন ব্রাজিলিয়ান প্লে-মেকার, জানালেন তার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবতার মুখ দেখল। এখন অপেক্ষা স্বপ্নের ক্লাবের হয়ে মাঠে নামার।

এ বিষয়ে রোববার কোটিনহো বলেন, ‘হ্যালো, বার্সা সমর্থক, আমি ইতিমধ্যেই এসে গেছি। এটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই। আসা করি আগামীকালই দেখা হবে।’

বার্সা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৩ বছরের প্রতিভাবান এই ফুটবলার বলেন, ‘জীবন্ত আইডলদের সঙ্গে খেলতে যাচ্ছি। এটা ভাবতেই অবিশ্বাস্য লাগছে। এই ক্লাবের খেলোয়াড়দের অনেক ইতিহাস রয়েছে। সেখানে রয়েছেন বুসকুয়েটসের মতো ফুটবলার। তাদের সঙ্গে একসঙ্গে থাকব, খুব আনন্দ হচ্ছে। তাদের কাছ থেকে অনেক কিছুই শিখতে পারব।’

‘জীবন্ত আইডলদের সঙ্গে খেলতে যাচ্ছি, ভাবতেই অবিশ্বাস্য লাগছে’

দলের নবীন তারকাকে পেয়ে রোমাঞ্চিত বার্সেলোনার কোচ আর্নেস্তো ভালভার্দেও। জানালেন কোটিনহোর কাছে থেকেও সুবিধা আদায় করে নিতে পারবে তার দল। সেই সঙ্গে ব্রাজিলিয়ান তারকারও উন্নতির সুযোগ রয়েছে ন্যু ক্যাম্পে।

গত শনিবার আনুষ্ঠানিকভাবে ফিলিপে কোটিনহোকে নিজেদের ঘোষণা করে বার্সেলোনা। চতুর্থবারের প্রচেষ্টায় তাকে বিক্রি করতে রাজি হয় লিভারপুল। ১৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে ভেড়ায়

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment