বাংলাদেশে আসার আগে এনটিনিকে ছাঁটাই করলো জিম্বাবুয়ে!

 
বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ খেলার আগে নাটকের জন্ম দিল জিম্বাবুয়ে ক্রিকেট। মাখায় এনটিনিকে বোলিং কোচের পদ থেকে সরিয়ে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। যদিও শুরুতে তারা বিবৃতিতে জানিয়েছিল- নিজ থেকেই পদত্যাগপত্র জমা দিয়েছেন এনটিনি!বোর্ডের এমন বিবৃতির পর মূল সত্য নিয়ে এনটিনি কথা বলেন দক্ষিণ আফ্রিকার একটিটি রেডিওর সঙ্গে। সেখানে তিনি বলেন, ‘সত্য হচ্ছে আমি পদত্যাগ করিনি।’ তার দায়িত্ব নেওয়ার পর থেকে তার কাজের পদ্ধতি নিয়ে খুশি ছিলেন না জিম্বাবুয়ের অনেক ক্রিকেটার। তাই সেসব বিষয় নিয়েই তার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন বোর্ডের এমডি, ‘শুরুতে এমডি আমার সঙ্গে কথা বলতে চেয়ে একটি বার্তা পাঠান। তারপর কয়েক মাস আগের কথা মনে করিয়ে দেন আমাকে। সেসময় কিছু খেলোয়াড়ের অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন। তারা নাকি বলেছেন আমার কাজে তারা খুশি নন এবং এই কাজ আমার জন্য নয়।’

এরপর এনটিনিকে জানানো হয়, ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশে যাচ্ছেন না তিনি। তাই তাকে আগেভাগে সরে দাঁড়াতে বলা হয়। অথচ এই মাসেই চুক্তি নবায়ন করার কথা ছিল তার। ২০১৬ সালের জানুয়ারিতে দুই বছরের জন্যে বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হন সাবেক প্রোটিয়া এই পেসার। তাই এভাবে সরে দাঁড়নোর কথায় মর্মাহত হয়েছেন তিনি। এনটিনি আরও জানিয়েছেন, হেড কোচ হিথ স্ট্রিক, ব্যাটিং কোচ ক্লুজনারের সঙ্গে কোনও ধরনের বাজে সম্পর্ক ছিল না।জানা গেছে- কোচ হিসেবে খুবই কড়া ছিলেন এনটিনি। শৃঙ্খলার ক্ষেত্রে বিশেষ করে ফিটনেস ইস্যুতে কোনওভাবেই ছাড় দিতেন না। এমনকি ইনজুরিতে থাকলেও খেলোয়াড়দের বাড়তি অনুশীলন করতে বলতেন। আর এমন কড়া আচরণেই তার ওপর রুষ্ট ছিলেন অনেক ক্রিকেটার, এমনকি স্টাফরাও!

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment