সাবেক অধিনায়ক আমিনুল হক মুক্তি পেয়েছেন।

সাবেক অধিনায়ক আমিনুল হক মুক্তি পেয়েছেন।
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক মুক্তি পেয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। আমিনুল হক ২০১০ সালে জাতীয় দল থেকে অবসর নেন। এরপর তিনি বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি দেশের ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক ছিলেন।
আ’লীগের সম্পাদকমণ্ডলীর সভা বৃহস্পতিবার

তিনি ভালো ও সুস্থ আছেন এবং মুক্তি পেয়ে বাসায় যাচ্ছেন বলে পরিবর্তন ডটকমকে জানান আমিনুল হক।

এর আগে গত ৫ ডিসেম্বর জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ককে আটক করে পুলিশ। ওই দিন বিকেলে সুপ্রিম কোর্ট এলাকার কদম ফোয়ারার সামনে থেকে তাকে আটক করা হয়।

উল্লেখ্য, আমিনুল হক ২০১০ সালে জাতীয় ফুটবল দল থেকে অবসর নেন। এরপর তিনি বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি দেশের ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক ছিলেন।

আমিনুল হক বর্তমানে বিএনপির ক্রীড়া সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

আমিনুল হককে আটকের ব্যাপারে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস পরিবর্তন ডটকমকে জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালত থেকে ফেরার পথে দলটির নেতাকর্মীরা সুপ্রিম কোর্টের সামনের সড়ক অবরোধ করে। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ হয়। এ সময় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে আটক করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment